(Translated by https://www.hiragana.jp/)
গ্লেন ফোর্ড - উইকিপিডিয়া

গ্লেন ফোর্ড

কানাডীয় অভিনেতা

গোয়াইলিন স্যামুয়েল নিউটন "গ্লেন" ফোর্ড ([] ত্রুটি: {{Lang-xx}}: no text (সাহায্য); ১ মে ১৯১৬ - ৩০ আগস্ট ২০০৬)[] ছিলেন একজন কানাডীয় অভিনেতা। তার কর্মজীবনের ব্যপ্তি ৫০ বছরের অধিক। যদিও তিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন, তবে তাকে আমজনতা চরিত্রে বেশি দেখা যায়। তিনি হলিউডের স্বর্ণযুগের অন্যতম তারকা ছিলেন। তিনি পকেটফুল অব মিরাকলস্‌ (১৯৬১) চলচ্চিত্রে অভিনয় করে সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। এছাড়া দ্য টিহাউজ অব দ্য অগাস্ট মুন (১৯৫৬) ও ডোন্ট গো নিয়ার দ্য ওয়াটার (১৯৫৭) চলচ্চিত্রে অভিনয় করে আরও দুটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং দ্য শিপম্যান (১৯৫৮) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ বিদেশি অভিনেতা বিভাগে বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

গ্লেন ফোর্ড
Glenn Ford
১৯৫৫ সালে ফোর্ড
জন্ম
গোয়াইলিন স্যামুয়েল নিউটন ফোর্ড

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

গোয়াইলিন স্যামুয়েল নিউটন ফোর্ড ১৯১৬ সালের ১লা মে কেবেকের সাঁ-ক্রিস্তিন-দোভের্জন শহরে জন্মগ্রহণ করেন।[] তার পিতা নিউটন ফোর্ড কানাডীয় প্যাসিফিক রেলওয়ের প্রকৌশলী ছিলেন এবং মাতা হ্যানা উড (প্রদত্ত নাম: মিচেল)।[][] তার পিতার দিক থেকে কানাডার প্রথম প্রধানমন্ত্রী স্যার জন এ. ম্যাকডোনাল্ড তার প্র-পিতামহ[] এবং মার্কিন রাষ্ট্রপতি মার্টিন ভ্যান বিউরেনের সাথে তার আত্মীয়তার সম্পর্ক রয়েছে। ১৯২২ সালে ফোর্ডের যখন ছয় বছর বয়স, তখন তারা স্বপরিবারে প্রথমে ভেনিস ও পরে ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকা শহরে চলে যান। তার পিতা নিউটন ভেনিস বৈদ্যুতিক ট্রাম কোম্পানির মোটরম্যান হিসেবে যোগ দেন এবং ১৯৪০ সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত এই পদে কাজ করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Glenn Ford"বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। ২৩ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৮ 
  2. ডি মামব্রো, ডিনা। "Glenn Ford"ক্লাসিক হলিউড বায়োস। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৮ 
  3. "Marriage Certificate of Newton Ford and Hannah Wood Mitchell." Quebec Vital and Church Records (Drouin Collection), 1621-1967 (Portneuf Church of England), 1914.
  4. ফোর্ড ২০১১, পৃ. ৫-৮।
  5. সেভারো, রিচার্ড (৩১ আগস্ট ২০০৬)। "Glenn Ford, Leading Man in Films and TV, Dies at 90"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৮ 

গ্রন্থপঞ্জি

সম্পাদনা
  • ফোর্ড, পিটার (২০১১)। Glenn Ford: A life। ম্যাডিসন, উইসকনসিন: উইসকনসিন বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা 5–8। আইএসবিএন 0299281531 

বহিঃসংযোগ

সম্পাদনা