(Translated by https://www.hiragana.jp/)
ওবি দল - উইকিপিডিয়া বিষয়বস্তুতে চলুন

ওবি দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এলএইচ ৭২ একটি বড় ওবি দল

ও এবং বি তারার দলকে সংক্ষেপে ওবি দল বলা হয়। এরা ভারী, নীলচে এবং বয়সে নবীন। ও এবং বি তারার দল বেশ উজ্জ্বল হওয়ার কারণে অনেক দূর থেকেও দেখা যায়। একেকটি দলে প্রায় ১০,০০০ তারা থাকতে পারে। অনুজ্জ্বল তারাও এই দলে থাকতে পারে, কিন্তু সেগুলো পর্যবেক্ষণ করা বেশ দুরুহ। কালপুরুষ নীহারিকায় ওবি দল রয়েছে।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]