(Translated by https://www.hiragana.jp/)
উপগ্রহ চিত্র - উইকিপিডিয়া বিষয়বস্তুতে চলুন

উপগ্রহ চিত্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অরবিটার ভেহিকল এন্ডেভার থেকে নেওয়া পৃথিবী পর্যবেক্ষণ চিত্র।

মহাকাশে কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবীর কোন নির্দিষ্ট স্থানের চিত্র তোলা হয় তাকে উপগ্রহ চিত্র বলা হয় একই ইংরেজি ভাষায় স্যাটেলাইট ইমেজ ও বলা হয়।[]

তথ্য সংগ্রহের পদ্ধতি

[সম্পাদনা]

পৃথিবীর ভূপৃষ্ঠের কোন উপাদানের কে স্পর্শ না করেই দূর থেকে সংবেদন প্রক্রিয়ার মাধ্যমে উপগ্রহ চিত্র প্রস্তুত করা হয়। []

অন্যান্য বৈশিষ্ট্য

[সম্পাদনা]
  • মহাকাশে কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবীর তোলা ছবি প্রকৃত রং এর মাধ্যমে দেখানো হয়।
  • উপগ্রহ চিত্রের যেসব রং ব্যবহার করা হয় তার কোন ইন্ডেক্স থাকে না।
  • উপগ্রহ চিত্র কম্পিউটার দ্বারা বিশ্লেষণ করা হয়।
  • উপগ্রহ চিত্রের মাধ্যমে একসঙ্গে অনেক বায়ুমণ্ডল এবং পৃথিবীর যে কোন উপাদানের তথ্য সংগ্রহ করতে পারে।
  • উপগ্রহ চিত্র প্রস্তুত করতে প্রচুর পরিমাণে অর্থ প্রয়োজন হয়।
  • এই চিত্র প্রস্তুত করতে খুব কম সময় লাগে।

উপগ্রহ চিত্রে অক্ষাংশ-দ্রাঘিমাংশ, উপগ্রহের নাম, তারিখ, সময় ইত্যাদি দেওয়া থাকে। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Satellite Images"mausam.imd.gov.in। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০২ 
  2. "Satellite imagery"Wikipedia (ইংরেজি ভাষায়)। ২০২২-০৫-২১। 
  3. "INSAT Weather: Latest Satellite Images And Maps Of India"www.skymetweather.com। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০২