(Translated by https://www.hiragana.jp/)
নান্দাইল দিঘী - উইকিপিডিয়া বিষয়বস্তুতে চলুন

নান্দাইল দিঘী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুদ্রণযোগ্য সংস্করণটি আর সমর্থিত নয় এবং এতে রেন্ডারিং ত্রুটি থাকতে পারে। দয়া করে আপনার ব্রাউজারের বুকমার্কগুলি হালনাগাদ করুন এবং এর পরিবর্তে দয়া করে ব্রাউজারের মুদ্রণ করার ফাংশনটি ব্যবহার করুন।

নান্দাইল দিঘি জয়পুরহাট জেলার অবস্থিত একটি ঐতিহাসিক দিঘী। এটি জয়পুরহাট জেলার সবচেয়ে বড় দিঘী।[]

অবস্থান

দিঘীটি জয়পুরহাট শহর থেকে ১৯ কিলোমিটার পূর্বে কালাই উপজেলার পুনট ইউনিয়নের নান্দাইল গ্রামে অবস্থিত।

পরিচয়

এক সময় এই দীঘি চারপাশে ঘন বন ও উচুঁ নিচু টিলা থাকলেও বর্তমানে তা সাফ করে বসতি গড়ে উঠেছে। এর দৈর্ঘ্যে প্রায় ১ কি.মি. এবং ৬০ একর জায়গা জুড়ে বিস্তৃত। দিঘীটির আয়তন ৫৯.৪০ একর । শীত কালে এখানে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে। প্রাকৃতিক সৌন্দর্য্যের কারণে বর্তমানে দিঘীটি দর্শনিয় স্থান হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। বর্তমানে দিঘীটির পাড়ে নান্দাইল নামক একটি কলেজ স্থাপিত হয়েছে।

ইতিহাস

কথিত আছে মৌর্য্য বংশের সম্রাট নন্দলাল ১৬১০ সালে এই ঐতিহাসিক নান্দাইল দিঘীটি খনন করেন। শুকনা মৌসুমে কৃষক প্রজাকুলের চাষ ও খাবার পানির দারুন অসুবিধার কথা চিন্তা করে এই দীঘিটি খনন করা হয়। স্থানীয় জনগণের মতে দিঘীটি এক রাতের মধ্যে খনন করা হয়েছে।

তথ্যসূত্র

  1. "জয়পুরহাট জেলা" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)http (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

২। জয়পুরহাট জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ জুন ২০২১ তারিখে