(Translated by https://www.hiragana.jp/)
অভিজিৎ সেন - উইকিপিডিয়া বিষয়বস্তুতে চলুন

অভিজিৎ সেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অভিজিৎ সেন (জন্ম ২৮ শে জানুয়ারি, ১৯৪৫) একজন বাঙালি সাহিত্যিক।

সাহিত্য

[সম্পাদনা]

অভিজিত সেন ব্রিটিশ ভারতেবরিশাল জেলার ঝালকাঠি মহকুমার কেওড়া গ্রামে জন্মগ্রহণ করেন। দেশভাগের পরে কলকাতায় আসেন ও রাজনৈতিক নকশালপন্থী আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়েন। ইতিহাস নিয়ে এম এ পাশ করেন তিনি।[] ১৯৭০ সাল থেকে বালুরঘাটে থাকাকালীন তার লেখার সূত্রপাত। তার রচিত প্রথম উপন্যাস রহু চণ্ডালের হাড় ১৯৮৫ সালে প্রকাশিত হয়। উত্তরবঙ্গের এক যাযাবর গোষ্ঠীর জীবন সংগ্রামের কাহিনী নিয়ে এই উপন্যাস তাকে বিশেষ খ্যাতি দেয় বাংলা সাহিত্য জগতে।[] ১৯৯২ সালে অভিজিৎ সেন রহু চণ্ডালের হাড় গ্রন্থের জন্য বঙ্কিম পুরস্কার পান এবং ২০০৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে শরৎচন্দ্র স্মৃতি পুরস্কারে ভূষিত করে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Abhijit Sen"www.goodreads.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৯ 
  2. "'রহু চণ্ডালের হাড়' :বাজিকরদের জীবনগাথা"সমকাল (ইংরেজি ভাষায়)। ২০২১-০১-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৯ 
  3. "ভিন্ন বাঁকে অভিজিৎ সেন"www.bhorerkagoj.com। ২০২১-০১-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]