(Translated by https://www.hiragana.jp/)
ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ - উইকিপিডিয়া বিষয়বস্তুতে চলুন

ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ
গঠিত২০০২
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
ইংরেজি
ওয়েবসাইটwww.jute.org

ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ (আইজেএসজি) হল আন্তঃসরকারি সংস্থা যা পাট, কেনফ এবং ফাইবার সম্পর্কিত আন্তর্জাতিক পণ্য বোর্ড হিসাবে কাজ করে। এটি আইজেএসজি বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলনের একটি সংস্থা হিসেবে কাজ করে। এর মূল উদ্দেশ্য পাট ও কেনাফের আন্তর্জাতিক বাণিজ্যে স্বচ্ছতা নিশ্চিত করা।

আইজেএসজি গঠনের জন্য ২০০০ এবং ২০০১ সালে জেনেভায় আলোচনা করা হয়েছিল এবং আন্তর্জাতিক পাট স্টাডি গ্রুপের শর্তাবলী প্রতিষ্ঠার চুক্তি নামে পরিচিত একটি বহুপাক্ষিক চুক্তিতে সম্মত হয়েছিল। আইজেএসজি আন্তর্জাতিক পাট সংস্থাকে প্রতিস্থাপন করার উদ্দেশ্যে ছিল, যেটির অস্তিত্ব বন্ধ হয়ে গিয়েছিল। চুক্তিটি বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়ন, ভারত এবং সুইজারল্যান্ড দ্বারা অনুসমর্থিত হয় এবং আইজেএসজি ২৭ এপ্রিল ২০০২ তারিখে ঢাকা, বাংলাদেশের সদর দপ্তর সহ অস্তিত্ব লাভ করে।

সুইজারল্যান্ড সেপ্টেম্বর ২০০২ সালে আইজেএসজি থেকে নিজেদের প্রত্যাহার করে। বিশ্বের রাজ্যগুলির পাট বাণিজ্যের প্রায় ৬০ শতাংশের জন্য আইজেএসজি নিয়ন্ত্রণ করে।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]