কাকুমা
অবয়ব
কাকুমা (ইংরেজি: Kakuma) হচ্ছে কেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের টারকানা জেলার অন্তর্গত একটি ছোট শহর। সোহায়লি ভাষায় কাকুমা অর্থ এখানে, স্থানটির বিশেষত্ব নির্দেশ করছে।[১] এখানে ১৯৯২ সাল থেকে কাকুমা শরণার্থী শিবিরটি অবস্থিত। দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধের কারণে পার্শ্ববর্তী দেশগুলো থেকে প্রায় ৭০ হাজার শরণার্থী এখানে আশ্রয় নিয়েছেন। বেশিরভাগ শরণার্থীরা সুদান ও ইথিওপিয়ার নাগরিক। এছাড়াও আছেন সোমালিয়া, বুরুন্ডি, কঙ্গো, ইরিত্রিয়া ও উগান্ডার শরণার্থী। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, স্থানীয় মানুষের থেকে শরণার্থীর সংখ্যাই এখানে বেশি।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Eggers, Dave (২০০৬)। What is the What। New York: Vintage Books। পৃষ্ঠা 373। আইএসবিএন 987030738590
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: length (সাহায্য)।