(Translated by https://www.hiragana.jp/)
ড্রিমল্যান্ড পার্ক - উইকিপিডিয়া বিষয়বস্তুতে চলুন

ড্রিমল্যান্ড পার্ক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ড্রিমল্যান্ড এমিউজমেন্ট ও ওয়াটার পার্ক

Dreamland Amusement Park
ইতিহাস
শুরু২০০২ (2002)
সভাস্থল
ড্রিমল্যান্ড পার্ক কার্যালয়
ওয়েবসাইট
অফিশিয়াল ওয়েবসাইট

ড্রিমল্যান্ড ওয়াটার পার্ক সিলেট শহর থেকে মাত্র কিলোমিটার ১৫ দূরে এই থিম পার্কটি সিলেট জকিগঞ্জ রোডে গোলাপগঞ্জ উপজেলার হিলালপুরে অবস্থিত। বিনোদনের জন্য এই পার্কে আছে নানান রাইড এবং আয়োজন।

অবস্থান[সম্পাদনা]

ড্রিমল্যান্ড সিলেট-জকিগঞ্জ সড়কের ৮ কিলোমিটার সামনে গোলাপগঞ্জ উপজেলার হেলালপুরে অবস্থিত[১]। প্রায় ১০০ একর জমির ওপর প্রতিষ্ঠিত ড্রিমল্যান্ড বিনোদন পার্কটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বিনোদন পার্ক। পার্কটি সোমবার থেকে শনিবার সপ্তাহে ৬ দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে।

বৈশিষ্ট্য[সম্পাদনা]

মোঘল ঐতিহ্যে নির্মিত হয়েছে এর প্রবেশদ্বার। বিনোদনের জন্য এই পার্কে আছে ২৫টি রাইড। এতে স্থাপন করা হয়েছে বৃহত্তম ওয়েবপুলসহ আন্তর্জাতিক মানের ৯টি ওয়াটার রাইড। রয়েছে গানের তালে তালে জলরাশির নৃত্য।

ইতিহাস[সম্পাদনা]

পার্ক ড্রীমল্যান্ড ৪০ বিঘা জমি নিয়ে প্রতিষ্ঠিত হয় ১৯ জানুয়ারী ২০০২ সালে। পরবর্তী সময়ে আরো ৬০ বিঘা জমি যুক্ত হয়।[২] সিলেট-গোলাপগঞ্জ সড়কের পাশে গড়ে ওঠা ড্রীমল্যান্ড পার্কে পর্যটকদের জন্য রয়েছে বাম্পার কার, স্কাই ট্রেন, রোলার কোস্টার, মিউজিক্যাল ফাউন্টেইন, জায়ান্ট উটল, প্যারাট্রুপার, মিনি ট্রেন, সুইমিং বোর্ড, ডেঞ্জার হোন্ডার রাইড, নাইনডি মুভিসহ বিভিন্ন ধরনের ভিডিও গেমস।[৩][৪]

সময়সূচি ও প্রবেশ মূল্য[সম্পাদনা]

সপ্তাহের ৭ দিনই এই পার্ক খোলা থাকে। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকে। প্রবেশমূল্য ১০০ টাকা।

যে সব রাইড আছে[সম্পাদনা]

  • ফেরীস হুইল
  • মেরী গো রাউন্ড
  • স্কাই ট্রেন
  • ভিডিও গেমস
  • বাম্পার কার
  • বাম্পার বোট
  • মিউজিক্যাল ফাউন্টেন
  • রোলার কোস্টার
  • গেম অফ ডেনজার
  • ওয়েভ পুল
  • টাইফুন টানেল
  • ফ্যামিলি স্লাইডার
  • কিডস পুল
  • র্যাম্প স্লাইডার
  • মাল্টি লেন স্লাইডার[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Dreamland water park"। ৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  2. "পার্কের অফিশিয়াল ওয়েব সাইট"। ৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৮ 
  3. আমাদের সিলেট
  4. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ[সম্পাদনা]