(Translated by https://www.hiragana.jp/)
ঢালাই - উইকিপিডিয়া বিষয়বস্তুতে চলুন

ঢালাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গ্যাস পুড়িয়ে শিখার মাধ্যমে ধাতুর ঢালাই প্রক্রিয়ার নাম হল বৃত্তাকার গ্যাস শিখায় ধাতু ঢালাই (আর্ক ওয়েল্ডিং)

ঢালাই একটি জোড়া লাগানো বা নির্মাণ প্রক্রিয়ারযা বস্তুকে সাধারণত ধাতু কিংবা তাপসহ প্লাস্টিককে গলনের মাধ্যমে সংযুক্ত করতে কাজে লাগে যা নিম্নতর তাপমাত্রায় ধাতু জোড়া লাগানোর প্রক্রিয়া, যেমন পিতল-দস্তা-মিশ্রিত ঝালাই (ব্রেজিং) এবং ঝালাই (সোল্ডারিং), ইত্যাদি থেকে ভিন্ন। এতে ভিত্তি (যার বিভিন্ন অংশসমুহকে জুড়তে হবে) ধাতুকে গলানো হয়না। এর পরিবর্তে, যে ধাতু গলিয়ে জোড়া দেয়া হবে তাকে অন্য আবরনের ভেতরে রাখা হয় (যা গলনের পরে ওয়েল্ড পুল নামে পরিচিত) যেটি শীতল হয়ে শক্তিশালী বন্ধন গঠন করে ভিত্তি ধাতু মত দৃঢ় হয়।চাপ প্রয়োগে জোড়ার স্থানে তাপের মাধ্যমে, বা নিজের দ্বারাই, ঝালাই হয়ে থাকে।

ঢালাইয়ের সংজ্ঞা

[সম্পাদনা]

দুই খন্ড ধাতুকে উত্তাপের সাহায্যে গলিত কিংবা অর্ধগলিত অবস্থায় এনে, চাপে কিংবা বিনা চাপে, পূরণকারক ধাতু সহযোগে কিংবা ধাতু ছাড়াই স্থায়ীভাবে জোড়া দেওয়ার কৌশলকে ঢালাই (Welding) বলা হয়।

আরও দেখুন

[সম্পাদনা]
  • List of welding codes
  • List of welding processes
  • Regulated Metal Deposition
  • Welding Procedure Specification
  • Welder certification

তথ্যসূত্র

[সম্পাদনা]

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]