(Translated by https://www.hiragana.jp/)
বিশ্ব মৌমাছি দিবস - উইকিপিডিয়া বিষয়বস্তুতে চলুন

বিশ্ব মৌমাছি দিবস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্লোভেনিয়ার ব্রেজনিকায় ২০১৮ সালে বিশ্ব মৌমাছি দিবস উদযাপন

বিশ্ব মৌমাছি দিবস ২০ মে পালিত হয়। ১৭৩৪ সালের এই দিনে মৌমাছি পালনের প্রবর্তক আন্তন জানসা জন্মগ্রহণ করেন।

আন্তর্জাতিক দিবসের উদ্দেশ্য হল বাস্তুতন্ত্রের জন্য মৌমাছি এবং অন্যান্য পরাগায়নকারীদের ভূমিকাকে স্বীকার করা। [১]

জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলি ডিসেম্বর ২০১৭ সালে ২০ মে বিশ্ব মৌমাছি দিবস হিসাবে ঘোষণা করার জন্য স্লোভেনিয়ার প্রস্তাব অনুমোদন করে। তখন থেকে এ তারিখে দিবসটি পালন করা হয়।[২]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]