(Translated by https://www.hiragana.jp/)
মানুয়েল ফার্নান্দেজ - উইকিপিডিয়া বিষয়বস্তুতে চলুন

মানুয়েল ফার্নান্দেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মানুয়েল ফার্নান্দেজ
২০১৭ সালে মানুয়েল ফার্নান্দেজ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মানুয়েল এনহিকে তাভারেস ফার্নান্দেজ
জন্ম (1986-02-05) ৫ ফেব্রুয়ারি ১৯৮৬ (বয়স ৩৮)
জন্ম স্থান লিসবন, পর্তুগাল
উচ্চতা ১.৭৫ মি (৫ ফু ৯ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
লকোমটিভ মস্কো
জার্সি নম্বর
যুব পর্যায়
১৯৯৭–২০০৪ বেনফিকা
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৪–২০০৭ বেনফিকা ৬৭ (৩)
২০০৬পোর্টস্‌মাথ (ধার) ১০ (০)
২০০৭এভার্টন (ধার) (২)
২০০৭–২০১১ ভালেনসিয়া ৫৬ (২)
২০০৮এভার্টন (ধার) ১২ (০)
২০১১বেশিকতাস (ধার) ১৪ (১)
২০১১–২০১৪ বেশিকতাস ৯১ (১৫)
২০১৪– লকোমটিভ মস্কো ৮৩ (২১)
জাতীয় দল
২০০৩ পর্তুগাল অনূর্ধ্ব-১৭ (১)
২০০৪ পর্তুগাল অনূর্ধ্ব-১৯ (১)
২০০৪–২০০৮ পর্তুগাল অনূর্ধ্ব-২১ ৩০ (৭)
২০০৫ পর্তুগাল বি (০)
২০০৫– পর্তুগাল ১২ (৩)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩ মে ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৬ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

মানুয়েল এনহিকে তাভারেস ফার্নান্দেজ (পর্তুগিজ উচ্চারণ: [mɐnuˈɛɫ fɨɾˈnɐ̃dɨʃ]; জন্ম: ৫ ফেব্রুয়ারি ১৯৮৬) হলেন একজন পর্তুগিজ পেশাদার ফুটবলার, যিনি রুশ ক্লাব লকোমটিভ মস্কো এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

তিনি মাত্র ১৮ বছর বয়সে, বেনফিকার হয়ে খেলার মাধ্যমে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে তিনি তার যোগ্যতা প্রমাণের জন্য ইংল্যান্ড এবং স্পেনে ক্লাবে খেলেন। তিনি এভার্টন এবং ভালেনসিয়ার মতো ক্লাবে খেলেছেন। তিনি ২০১১ সালের জানুয়ারি মাসে, তুর্কি ক্লাব বেশিকতাসের সাথে এক চুক্তি স্বাক্ষর করেন। তিনি এই ক্লাবের সাথে সাড়ে তিন বছর ছিলেন। অতঃপর ২০১৪ সালে তিনি রুশ ক্লাব লকোমটিভ মস্কোতে যোগদান করেন।

ফার্নান্দেজ পর্তুগালের বেশ কয়েকটি বয়সভিত্তিক দলে খেলেছেন। তিনি পর্তুগাল অনূর্ধ্ব-২১ দলে খেলার সময় ২টি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ খেলেছেন। ২০০৫ সালে, পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে তিনি আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন।

ক্যারিয়ার পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২৬ মার্চ ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[]
জাতীয় দল সাল উপস্থিতি গোল
পর্তুগাল ২০০৫
২০০৭
২০০৮
২০১০
২০১২
২০১৭
২০১৮
মোট ১২

সম্মাননা

[সম্পাদনা]
বেনফিকা
ভালেনসিয়া
বেশিকতাস
লকোমটিভ মস্কো

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Manuel Fernandes"। European Football। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]