মার্ক বেইলি
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | মার্ক ডেভিড বেইলি | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | ২৬ নভেম্বর, ১৯৭০ হ্যামিল্টন, নিউজিল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি মিডিয়াম | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | ব্যাটসম্যান | |||||||||||||||||||||||||||||||||||||||
সম্পর্ক | জে এফ বেইলি (কাকা) | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||||||
একমাত্র ওডিআই (ক্যাপ ১০৬) | ২৪ অক্টোবর ১৯৯৮ বনাম জিম্বাবুয়ে | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৯ অক্টোবর ২০১৯ | ||||||||||||||||||||||||||||||||||||||||
পদকের তথ্য
|
মার্ক ডেভিড বেইলি (ইংরেজি: Mark Bailey; জন্ম: ২৬ নভেম্বর, ১৯৭০) হ্যামিল্টনে জন্মগ্রহণকারী সাবেক নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৯৮ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১][২][৩]
ঘরোয়া প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে নর্দার্ন ডিস্ট্রিক্টস দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন মার্ক বেইলি।
প্রথম-শ্রেণীর ক্রিকেট
[সম্পাদনা]১৯৮৯-৯০ মৌসুম থেকে ২০০১-০২ মৌসুম পর্যন্ত মার্ক বেইলি’র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল।
স্টেট নর্দার্ন নাইটসের পক্ষে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে অসাধারণ খেলেন। শেল কনফারেন্স প্রতিযোগিতায় সর্বাধিক রান তুলেন। শেল ট্রফিতে ৬১ ও শেল কাপে ২৪ গড়ে রান সংগ্রহ করেছিলেন।
আন্তর্জাতিক ক্রিকেট
[সম্পাদনা]১৯৯৮ সালের কমনওয়েলথ গেমসে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিকে অঙ্গনে সূচনা ঘটে মার্ক বেইলি’র। এ প্রতিযোগিতায় এটিই তার একমাত্র অংশগ্রহণ ছিল। আঘাতপ্রাপ্ত ক্রিস কেয়ার্নসের পরিবর্তে দল নির্বাচকমণ্ডলী তাকে মনোনীত করে।
সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র ওডিআইয়ে অংশগ্রহণ করেছেন। কোন টেস্টে অংশগ্রহণ করার সুযোগ হয়নি তার। ২৪ অক্টোবর, ১৯৯৮ তারিখে ঢাকায় জিম্বাবুয়ে দলের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র ওডিআইয়ে অংশগ্রহণ ছিল। তবে, অংশগ্রহণকৃত একমাত্র ওডিআইয়ে ব্যাট কিংবা বল হাতে নিয়ে কোনটিতেই সফলতার স্বাক্ষর রাখতে পারেননি।
১৯৯৮ সালের আইসিসি নক-আউট প্রতিযোগিতার উদ্বোধনী আসরে অংশ নিতে বাংলাদেশ গমন করেন। একটিমাত্র খেলায় অংশ নিলেও ব্যাট হাতে মাঠে নামার সুযোগ হয়নি তার।
পরবর্তীতে গ্রীষ্মে দল নির্বাচকমণ্ডলী কর্তৃক উপেক্ষার শিকারে পরিণত হন। কেয়ার্নসের পুনরায় আহত হলে রজার টোজকে তার স্থলাভিষিক্ত করা হয়। এর অল্প কিছুদিন পরই খেলার জগৎ থেকে বিদেয় নেন মার্ক বেইলি। জেএফ বেইলি সম্পর্কে তার কাকা।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Players / New Zealand / ODI caps"। Cricinfo। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "New Zealand ODI Batting Averages"। Cricinfo। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "New Zealand ODI Bowling Averages"। Cricinfo। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৯।
আরও দেখুন
[সম্পাদনা]- পল ওয়াইজম্যান
- হ্যাডলি হাওয়ার্থ
- অকল্যান্ড ক্রিকেট দল
- এক টেস্টের বিস্ময়কারী
- ১৯৯৮ কমনওয়েলথ গেমসে ক্রিকেট
- আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণকারী পরিবারের তালিকা
- নিউজিল্যান্ডীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেটারদের তালিকা
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইএসপিএনক্রিকইনফোতে মার্ক বেইলি (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে মার্ক বেইলি (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)