(Translated by https://www.hiragana.jp/)
লুই র‍্যনো - উইকিপিডিয়া বিষয়বস্তুতে চলুন

লুই র‍্যনো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লুই র‍্যনো
জন্ম(১৮৪৩-০৫-২১)২১ মে ১৮৪৩
মৃত্যু৮ ফেব্রুয়ারি ১৯১৮(1918-02-08) (বয়স ৭৪)

লুই র‍্যনো (ফরাসি: Louis Renault) (২১শে মে ১৮৪৩ – ৮ই ফেব্রুয়ারি ১৯১৮) একজন ফরাসি আইনজ্ঞ ও শিক্ষাবিদ ছিলেন। তিনি এর্নেস্তো তেওদরো মোনেতার সাথে একত্রে ১৯০৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

র‍্যনো ফ্রান্সের ওতাঁ শহরে জন্মগ্রহণ করেন। ১৮৬৮ থেকে ১৮৭৩ সাল পর্যন্ত তিনি দিজোঁ বিশ্ববিদ্যালয়ে রোমান আইন ও বাণিজ্যিক আইনের অধ্যাপক ছিলেন। ১৮৭৩ থেকে ১৯১৮ সালে মৃত্যু অবধি তিনি প্যারিস বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ছিলেন; সেখানে ১৮৮১ থেকে আন্তর্জাতিক আইনের অধ্যাপনা করতেন। ১৮৯০ সালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আইনি উপদেষ্টা হিসেবে নিয়োগ পান, যেখানে তিনি আন্তর্জাতিক আইনের আলোকে ফরাসি পররাষ্ট্রনীতি খতিয়ে দেখেন। এই পদে থেকে তিনি দুইটি হেগ সম্মেলন এবং লন্ডন নৌবাহিনী সম্মেলনে অংশগ্রহণ করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]