(Translated by https://www.hiragana.jp/)
১২ এপ্রিল - উইকিপিডিয়া বিষয়বস্তুতে চলুন

১২ এপ্রিল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  

১২ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১০২তম (অধিবর্ষে ১০৩তম) দিন। বছর শেষ হতে আরো ২৬৩ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

[সম্পাদনা]
  • ০৮১২ - মোহাম্মদ আত-তাকি, শিয়া মুসলিম ইমাম।
  • ১৭৪৮ - আন্টইনে লরেন্ট ডি জুসিয়েউ, ফরাসি উদ্ভিদবিজ্ঞানী ও লেখক।
  • ১৮২২ - হেনরি পিয়ারসন, ইংরেজ সঙ্গীত স্রষ্টা।
  • ১৮২৩ - আলেকজান্ডার অস্ট্রভস্কাই, রাশিয়ান নাট্যকার ও অনুবাদক।
  • ১৮৫২ - ফেরডিনান্ড ভন লিন্ডেমান, জার্মান গণিতবিদ ও শিক্ষাবিদ।
  • ১৮৬৩ - প্রখ্যাত বাঙালি নাট্যকার ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ।(মৃ.১৯২৭)
  • ১৮৭৫ - অতুলচন্দ্র দত্ত, বাঙালি সাহিত্যিক।
  • ১৮৮৪ - অট্টো মেয়ারহফ, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান চিকিৎসক ও প্রাণরসায়নবিদ।
  • ১৮৮৫ - রাখালদাস বন্দ্যোপাধ্যায়, বাঙালি ইতিহাসবিদ, প্রত্নতত্ত্ববিদ এবং লেখক।(মৃ.১৯৩০)
  • ১৯০৩ - জান টিনবারগেন, নোবেল পুরস্কার বিজয়ী ডাচ অর্থনীতিবিদ।
  • ১৯০৮ - ভার্জিনিয়া চেরিল, মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী। (মৃ. ১৯৯৬)
  • ১৯১৭ -
  • ১৯২৮ - বিখ্যাত শিল্পী ও চিত্রশিল্পী আকবর পদমসি(মৃ.২০২০)
  • ১৯৩৩ - মন্টসেরাট কাবালে, স্প্যানিশ সরু ও অভিনেত্রী।
  • ১৯৪০ -
    • বশির আহমদ, বাংলাদেশী গায়ক।
    • হার্বি হ্যানকক, আমেরিকান পিয়ানোবাদক ও সুরকার।
  • ১৯৪১ - ববি মুর, ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
  • ১৯৪২ - জ্যাকব গেদলেইলেকিসা জুমা, দক্ষিণ আফ্রিকার রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট।
  • ১৯৪৬ - দেবারতি মিত্র, বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি। (মৃ.২০২৪)
  • ১৯৪৭ - ডেভিড লেটারম্যান, আমেরিকান কৌতুকাভিনেতা, অভিনেতা ও টক শো হোস্ট।
  • ১৯৪৮ - ইয়শকা ফিশার, জার্মান শিক্ষাবিদ ও রাজনীতিবিদ।
  • ১৯৫৪ - প্রখ্যাত ভারতীয় নাট্যশিল্পী, নাট্যকার ও পরিচালক সফদার হাশমি(মৃ.০২/০১/১৯৮৯)
  • ১৯৫৬ - অ্যান্ডি গার্সিয়া, কিউবান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক।
  • ১৯৭১ - শানেন ডোহার্টি, আমেরিকান অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক।
  • ১৯৭৯ - মাটেজা কেযমান, সার্বীয় ফুটবলার।
  • ১৯৭৯ - জেনিফার মরিসন, আমেরিকান অভিনেত্রী।
  • ১৯৭৯ - ক্লেয়ার ডেইন্স, মার্কিন অভিনেত্রী।
  • ১৯৮৭ - ব্রুকলিন ডেকার, আমেরিকান মডেল ও অভিনেত্রী।
  • ১৯৮৮ - রিকার্দো গাব্রিয়েল আলবারেস, আর্জেন্টিনার ফুটবলার।

মৃত্যু

[সম্পাদনা]
  • ০২৩৮ - দ্বিতীয় গরডিয়ান, রোমান সম্রাট।
  • ১৭৮২ - মেটাস্টাসিও, ইতালিয়ান কবি।
  • ১৮১৭ - চার্লস মেসিয়ের, ফরাসি জ্যোতির্বিজ্ঞানী ও শিক্ষাবিদ।
  • ১৯৪৫ - ফ্রাংক্‌লিন ডেলানো রুজ্‌ভেল্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম রাষ্ট্রপতি।
  • ১৯৬২ -ভারতরত্ন এম বিশ্বেশ্বরাইয়া,ভারতের প্রখ্যাত সিভিল ইঞ্জিনিয়ার,দক্ষ প্রশাসক ও দূরদর্শী রাষ্ট্রনেতা।(জ.১৫/০৯/১৮৬০)
  • ১৯৭৫ - ফতেহ লোহানী, বাংলাদেশী অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, লেখক ও সাংবাদিক।
  • ১৯৮১ - জো লুইস, আমেরিকান মুষ্টিযোদ্ধা।
  • ১৯৯৭ - জর্জ ওয়াল্ড, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান স্নায়ু।
  • ২০১১ - শচীন ভৌমিক,হিন্দি চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত গল্প লেখক এবং চিত্রনাট্যকার । (জ.১৭/০৭/১৯৩০)
  • ২০১২ - মোহিত চট্টোপাধ্যায় ভারতীয় কবি, নাট্যকার ও চিত্রনাট্যকার ।(জ.০১/০৬/১৯৩৪)
  • ২০১২ - লিন্ডা কুক, মার্কিন অভিনেত্রী।
  • ২০১৫ - ইব্রাহিম সুলাইমান মুহাম্মদ আরবায়শ, সৌদি আরব সন্ত্রাসী।

ছুটি ও অন্যান্য

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]