(Translated by https://www.hiragana.jp/)
১৯০৬ কোপা দেল রে ফাইনাল - উইকিপিডিয়া বিষয়বস্তুতে চলুন

১৯০৬ কোপা দেল রে ফাইনাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৯০৬ কোপা দেল রে
প্রতিযোগিতা১৯০৬ কোপা দেল রে
তারিখ১০ এপ্রিল ১৯০৬
রেফারিইংল্যান্ড ওয়াটারসন

১৯০৬ সালের কোপা দেল রে ফাইনাল ছিল , স্পেনীয় ফুটবল কাপ প্রতিযোগিতা কোপা দেল রের তৃতীয় ফাইনাল। ম্যাচটি ১৯০৬ সালের ১০ এপ্রিল মাদ্রিদের হিপোড্রোমোতে অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে অ্যাথলেটিক বিলবাও এবং মাদ্রিদ সিএফ প্রতিদ্বন্দ্বিতা করেছিল। অ্যাথলেটিক বিলবাওকে ৪-১ গোলে পরাজিত করার পর মাদ্রিদ দ্বিতীয়বারের মতো ট্রফিটি লাভ করে।

হিপোদ্রোমো দে কাস্তেয়ানা, ভেন্যু

ম্যাচের বিবরণ[সম্পাদনা]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

 

টেমপ্লেট:Athletic Bilbao matches