২০১৩ নোবেল শান্তি পুরস্কার
নোবেল শান্তি পুরস্কার | |
---|---|
বিবরণ | শান্তিতে অসামান্য অংশগ্রহণ |
অবস্থান | অসলো |
দেশ | নরওয়ে |
পুরস্কারদাতা | নরওয়েজীয় নোবেল কমিটি |
পুরস্কার | ৮ মিলিয়ন SEK ($১.২৫মি, €০.৯মি) |
২০১৩ নোবেল শান্তি পুরস্কার (ইংরেজি: 2013 Nobel Peace Prize) নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত ও ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত স্বাধীন প্রতিষ্ঠান আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থাকে প্রদান করা হয়। রাসায়নিক অস্ত্র ব্যবহারে নিরুৎসাহিতকরণ ও বিস্তার রোধে প্রাণান্তকর চেষ্টায় সম্পৃক্ত থাকায় এ সংস্থাকে বৈশ্বিক স্বীকৃতি দেয়া হয়। পুরস্কার ঘোষণায় বলা হয় যে, আন্তর্জাতিক আইনে রাসায়নিক অস্ত্র ট্যাবু হিসেবে ব্যবহৃত হচ্ছে। সিরিয়ায় সাম্প্রতিককালের ঘটনায় রাসায়নিক অস্ত্রের আবারো ব্যবহার করা হয়েছে এবং এ ধরনের অস্ত্র ব্যবহারকে দূরে রাখার স্বার্থেই এ সংগঠনের প্রয়োজনীয়তা রয়েছে ও এ সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।[১][২][৩][৪]
প্রতিক্রিয়া
[সম্পাদনা]আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থার প্রধান ও বর্তমান মহা-পরিচালক আহমেত ওজুমকু প্রতিবেদকদেরকে বলেছেন যে, তিনি আশা করেন - এ পুরস্কার প্রাপ্তির ফলে সংস্থার কর্মকাণ্ডগুলোর ফলে সিরিয়ায় শান্তি ফিরিয়ে নিয়ে আসবে ও সাধারণ নাগরিকদের দুঃখ-দুর্দশা লাঘব হবে।[৫]
জাতিসংঘের মহাসচিব বান কি মুন আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থাকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করায় সংস্থার কর্মকাণ্ডকে অভিনন্দন জানিয়েছেন।[৬]
লন্ডনভিত্তিক সিরীয় বিরোধী কর্মীর উদ্বৃতি দিয়ে ইউএসএ টুডে জানিয়েছে, সিরীয় জনগোষ্ঠী এ পুরস্কার উদ্যাপন করবে কি-না তা নিয়ে সন্দেহ রয়েছে।[৭] একইভাবে, সিরীয় জাতীয়তাবাদী জোটের এক মুখপত্র এ পুরস্কারকে ব্যাঙ্গাত্মকপূর্ণ বলে মন্তব্য করেন।[৮]
পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বিশিষ্ট রাজনীতিবিদ ইমরান খান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উচিত তাদের নিজেদের মজুতকৃত রাসায়নিক অস্ত্র ধ্বংস করা। এর পরিবর্তে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত মালালা ইউসুফজাইকে পুরস্কৃত করলে তা পাকিস্তানের জন্য গর্বের প্রতীক হতো।[৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Cowell, Alan (১১ অক্টোবর ২০১৩)। "Chemical Weapons Watchdog Wins Nobel Peace Prize"। New York Times। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৩।
- ↑ "Chemicals weapons watchdog OPCW wins Nobel peace prize"। Times of India। ১১ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৩।
- ↑ "Global chemical weapons watchdog wins 2013 Nobel Peace Prize"। Fox News। ১১ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৩।
- ↑ "Official press release from Nobel prize Committee"। Nobel Prize Organization। ১১ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৩।
- ↑ Nobel Peace Prize 2013 goes to OPCW, the chemical weapons monitor in Syria TheStar
- ↑ Syria chemical weapons monitors win Nobel Peace Prize BBC News
- ↑ Malala fans disappointed in Nobel, but some don't care USA Today
- ↑ Nobel Peace Prize for OPCW is 'ironic'- Syrian opposition says[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] SABC News
- ↑ "Even Malala's nomination was an honour for all Pakistanis: Imran Khan PTI Insaf News"। ১১ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৩।