.এটি
অবয়ব
(.at থেকে পুনর্নির্দেশিত)
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(জুন ২০১৫) |
প্রস্তাবিত হয়েছে | ১৯৮৮ |
---|---|
টিএলডি ধরন | কাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন |
অবস্থা | সক্রিয় |
রেজিস্ট্রি | নিক.এটি |
প্রস্তাবের উত্থাপক | নিক.এটি |
উদ্দেশ্যে ব্যবহার | অস্তিত্বের সাথে সম্পর্কযুক্ত অস্ট্রিয়া |
বর্তমান ব্যবহার | অস্ট্রিয়ায় অত্যন্ত জনপ্রিয় |
নিবন্ধনের সীমাবদ্ধতা | .gv.at ও .ac.at এই দুটি ডোমেইন নাম ছাড়া আর কোন বাধ্যবাধকতা নেই। |
কাঠামো | নিবন্ধন সরাসরি দ্বিতীয় স্তরে অথবা দ্বিতীয় স্তরের অধীনে তৃতীয় স্তরে। |
নথিপত্র | নিয়মাবলী ও শর্ত (ইংরেজি) |
বিতর্ক নীতিমালা | অক্টোবর, ২০০৮ থেকে নাই[১] |
ওয়েবসাইট | নিক.এটি |
ডিএনএসসেক | হ্যাঁ |
.এটি অস্ট্রিয়ার কাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন, ইন্টারনেট প্রদত্ত রাষ্ট্রীয় সংকেত ও ডোমেইন সাফিক্স। এটি নিয়ন্ত্রণ করে থাকে নিক.এটি।
দ্বিতীয় স্তরের ডোমেইন
[সম্পাদনা].এটি দ্বিতীয় স্তরের টপ লেভেল ডোমেইন। .এটি এর আওতায় সরাসরি নিবন্ধ করা যায়। ইংরেজি অক্ষরের ডোমেইন নামের জন্য আবেদন করতে হয় যা .এটি দ্বারা শেষ হয়। .এটি ডোমেইন নাম ডোমেইন হ্যাকেও ব্যবহার করা হয়। .এটি এর আগের নামটি অবশ্যই তিন অক্ষরের হতে হবে। যেমন, কেউ তার নিজের নামের জন্য আবেদন করলে তা অবশ্যই তিন অক্ষর (bor.at) হতে হবে। আন্তর্জাতিক ডোমেইন নাম নিবন্ধনের জন্য অঅবেদনও গ্রহণ করা হয়।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Legal issues"। ১৭ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৩।
- ↑ "Charset & Converter"। ১০ মে ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]ইন্টারনেট ডোমেইন নাম বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |