(Translated by https://www.hiragana.jp/)
সাহায্য:কপিরাইট/পাবলিক ডোমেইন - উইকিসংকলন একটি মুক্ত পাঠাগার বিষয়বস্তুতে চলুন

সাহায্য:কপিরাইট/পাবলিক ডোমেইন

উইকিসংকলন থেকে
প্রবেশদ্বার


ভূমিকা
উইকিসংকলনে কপিরাইট কেন গুরুত্বপূর্ণ তা জানুন।

পাবলিক ডোমেইন
পাবলিক ডোমেইন বলতে কি বোঝায় এবং উইকিসংকলনে কিভাবে তা নির্ণয় করা হয় তা জানুন।

মুক্ত লাইসেন্স
মুক্ত লাইসেন্স বলতে কি বোঝায় এবং উইকিসংকলনে কোন কোন মুক্ত লাইসেন্সের বইপত্র রাখা হয় তা জানুন।

নির্দেশিকা
উইকিসংকলনের বিভিন্ন পাতায় কপিরাইট সংক্রান্ত তথ্য কিভাবে দিতে হবে তা জানুন।

ট্যাগ
উইকিসংকলনে কি কি কপিরাইট লাইসেন্স ব্যবহার করা যায় তা জানুন।



 পাবলিক ডোমেইন (English: Public Domain; পাবলিক ডোমেইন) সাহিত্যকর্ম ও শিল্পকর্ম বলতে সেগুলিকে বোঝায় যার ওপর বিভিন্ন কারণে কোন একচেটিয়া মেধাসত্ত্ব আরোপিত হয় না এবং আইনতঃ যে কেউ বিনা অনুমতিতে এই সব কর্ম বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারেন।

 উইকিসংকলনে যে বইপত্র, নথি, দলিল দস্তাবেজ, পুঁথি, পত্র-পত্রিকা রয়েছে সেগুলি অধিকাংশই বর্তমান ভারত ও বাংলাদেশ থেকে প্রকাশিত। প্রকাশস্থানের মানচিত্র দেখুন। তাই ভারত ও বাংলাদেশের কপিরাইট আইন অনুসরণ করে সেগুলির কপিরাইট অবস্থা যাচাই করে পাবলিক ডোমেইনে অন্তর্ভুক্ত কিনা বিচার করা আবশ্যক। সাধারণতঃ খুব সরল ভাবে বলতে গেলে, ভারত ও বাংলাদেশ উভয় দেশেই লেখকের মৃত্যুর ৬০ সাল পরে অথবা বই প্রকাশের ৬০ সাল পরে কপিরাইট মুক্ত হয়।

 নীচে ভারত ও বাংলাদেশে লেখকের মৃত্যুসাল ও প্রকাশসাল অনুসারে কপিরাইটের কোন লাইসেন্স ব্যবহার করা যাবে এবং কোন বই কোন ওয়েবাসাইটে আপলোড করা যাবে, তা সারিবদ্ধ করা হল।

স্ক্যানকৃত বই কোথায় থাকবে তার একটি তালিকা নিচে দেওয়া হল
প্রকাশকাল লেখকের মৃত্যুসাল দেশ লাইসেন্স উইকিমিডিয়া কমন্সে আপলোড উইকিসংকলনে আপলোড
<১৯২৯ <১৯৬৪ বৈশ্বিক {{Pd/1923|লেখকের মৃত্যুসাল}} অপ্রযোজ্য
১৯২৯-১৯৪০ <১৯৪০ ভারত {{PD-India-URAA}} অপ্রযোজ্য
১৯২৯-১৯৬৪ ১৯৪১-১৯৬৪ ভারত {{PD-India}}
১৯২৯-১৯৬৪ ১৯২৯-১৯৬৪ বাংলাদেশ {{PD-Bangladesh}}
<১৯২৯ বেনাম/ছদ্মনাম ভারত {{PD-1923}}; {{PD-India}} অপ্রযোজ্য
<১৯২৯ বেনাম/ছদ্মনাম বাংলাদেশ {{PD-1923}}; {{PD-Bangladesh}} অপ্রযোজ্য
১৯২৯-১৯৪০ বেনাম/ছদ্মনাম ভারত {{PD-India-URAA}} অপ্রযোজ্য
১৯৪১-১৯৬৪ বেনাম/ছদ্মনাম ভারত {{PD-India}}
১৯২৯-১৯৬৪ বেনাম/ছদ্মনাম বাংলাদেশ {{PD-Bangladesh}}
>১৯৬৪ যে কোনো ভারত বাংলাদেশ কপিরাইটের অধীন
যে কোনো >১৯৬৪ ভারত বাংলাদেশ কপিরাইটের অধীন