ইতিহাসের সাক্ষী

১৯৮৪ সালের অগাষ্ট মাস।

মার্কিন যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের একটি ধর্মীয় গোষ্ঠী চেষ্টা করছিল সেখানকার স্থানীয় অধিবাসীদের সাথে একটি মামলা মিটিয়ে ফেলতে।

এই ধর্মীয় গোষ্ঠীর আধ্যাত্মিক গুরু একজন ভারতীয়।

সবাই তাকে ডাকেন ভগবান রজনীশ নামে। তার দাবি সারা বিশ্বকে বদলে দেয়ার মতো ক্ষমতা তার রয়েছে।

এই ধর্মীয় কমিউনের যারা সদস্য ছিলেন তারা কমলা রঙের আলখাল্লা পড়তেন। তাদের গলায় ঝুলতো রুদ্রাক্ষের মালা।

কাজকর্ম, ধ্যান, নাচ এবং আলোচনা -- এই ছিল এই গোষ্ঠীর সদস্যদের দৈনন্দিন জীবনের প্রধান রুটিন।

বাইরের দুনিয়ার কাছে ভগবান রজনীশের একটা পরিচয় ছিল একজন সেক্স গুরু হিসেবে।

কিন্তু তার ভক্তদের কাছে লম্বা চুলের সদা হাস্য মুখ, কোমল বচনের মানুষটি ছিলেন সাক্ষাৎ একজন ভগবান।

তিনি বলতেন, তিনি সব ধর্মের উর্দ্ধে।

ইতিহাসের সাক্ষীর এই পর্বটি পরিবেশন করছেন মাসুদ হাসান খান।