(Translated by https://www.hiragana.jp/)
১৬ মে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য - উইকিপিডিয়া বিষয়বস্তুতে চলুন

১৬ মে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
 
(৭ জন ব্যবহারকারী দ্বারা সম্পাদিত ১৬টি মধ্যবর্তী সংশোধন দেখানো হচ্ছে না)
৩ নং লাইন: ৩ নং লাইন:


== ঘটনাবলী ==
== ঘটনাবলী ==
* ১৫০২ - ক্রিস্টোফার কলম্বাস দক্ষিণ আমেরিকার দেশ ট্রুজিল্লোতে প্রথম পা রাখেন এবং ঐ এলাকার নাম রাখে হন্ডুরাস।
* ১৫০২ - [[ক্রিস্টোফার কলম্বাস]] দক্ষিণ আমেরিকার দেশ ট্রুজিল্লোতে প্রথম পা রাখেন এবং ঐ এলাকার নাম রাখে হন্ডুরাস।
*১৫৩২ - ইংল্যান্ডের লর্ড চ্যানসেলর পদ থেকে স্যার টমাস মুর পদত্যাগ করেন।
*১৫৩২ - স্যার টমাস মুর পদত্যাগ করেন ইংল্যান্ডের লর্ড চ্যানসেলর পদ থেকে।
*১৮২২ - গ্রিসের স্বাধীনতা যুদ্ধে তুরষ্ক গৃসের সৌলি শহর দখল করে নেয়।
*১৮২২ - গ্রিসের স্বাধীনতা যুদ্ধে তুরষ্ক গৃসের সৌলি শহর দখল করে নেয়।
*১৮৭৪ - মিল নদীর ভয়াবহ বন্যায় ম্যাসাচুসেটসের ৪টি গ্রাম বিধ্বস্ত হয়ে যায় এবং প্রায় ১৩৯ জনের প্রাণহানি ঘটে।
*১৮৭৪ - মিল নদীর ভয়াবহ বন্যায় ম্যাসাচুসেটসের ৪টি গ্রাম বিধ্বস্ত হয়ে যায় এবং প্রায় ১৩৯ জনের প্রাণহানি ঘটে।
১৯ নং লাইন: ১৯ নং লাইন:
*১৯৭৪ - বাংলাদেশ-ভারত যুক্ত ঘোষণা স্বাক্ষর। বেরুবাড়ি ভারতের এবং দহগ্রাম, আসালং লাঠিটিলা ও পাথুরিয়া বাংলাদেশের অন্তর্ভুক্ত।
*১৯৭৪ - বাংলাদেশ-ভারত যুক্ত ঘোষণা স্বাক্ষর। বেরুবাড়ি ভারতের এবং দহগ্রাম, আসালং লাঠিটিলা ও পাথুরিয়া বাংলাদেশের অন্তর্ভুক্ত।
*১৯৭৪ - জোসিপ টিটো দ্বিতীয়বারের মতো সমাজতান্ত্রিত যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। এবার তিনি আজীবনের জন্য ম্যান্ডেট পান।
*১৯৭৪ - জোসিপ টিটো দ্বিতীয়বারের মতো সমাজতান্ত্রিত যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। এবার তিনি আজীবনের জন্য ম্যান্ডেট পান।
*১৯৭৫ - [[সিকিম]] ভারতের ২২তম রাজ্য হিসাবে ভারতে অন্তর্ভূক্ত হয়।
*১৯৭৫ - [[সিকিম]] ভারতের ২২তম রাজ্য হিসাবে ভারতে অন্তর্ভুক্ত হয়।
*১৯৭৬ - মাওলানা হামিদ খান ভাসানী ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে ঐতিহাসিক লং মার্চে নেতৃত্ব দেন।
*১৯৭৬ - মাওলানা হামিদ খান ভাসানী ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে ঐতিহাসিক লং মার্চে নেতৃত্ব দেন।
*১৯৮৬ - সৌরজতের অভ্যন্তরভাগে শেষবারের মত দেখা যায় হ্যালির ধূমকেতু।
*১৯৮৬ - সৌরজতের অভ্যন্তরভাগে শেষবারের মত দেখা যায় হ্যালির ধূমকেতু।
*১৯৯১ - ইরানের প্রেসিডেন্ট খাতামির সৌদি সফর। ২০ বছরের মধ্যে এই প্রথম কোনো ইরানি প্রেসিডেন্টের সৌদি সফর।
*১৯৯১ - ইরানের প্রেসিডেন্ট খাতামির সৌদি সফর। ২০ বছরের মধ্যে এই প্রথম কোনো ইরানি প্রেসিডেন্টের সৌদি সফর।
*২০০৭ - নিকোলাই সারকোজি ফ্রান্সের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন।
*২০০৭ - নিকোলাই সারকোজি ফ্রান্সের প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন।


== জন্ম ==
== জন্ম ==
* ১৮২১ - [[পাফনুতি লভোভিচ চেবিশেভ]], রুশ গণিতবিদ এবং গণিতের সেন্ট পিটার্সবার্গ ঘরানার প্রতিষ্ঠাতা। (মৃ. ১৮৯৪)
* ১৮২১ - [[পাফনুতি লভোভিচ চেবিশেভ]], রুশ গণিতবিদ এবং গণিতের [[সেন্ট পিটার্সবার্গ]] ঘরানার প্রতিষ্ঠাতা। (মৃ. ১৮৯৪)
* ১৮২৩ - [[হের্মান স্টাইন্‌টল]], [[জার্মানি|জার্মান]] ভাষাতাত্ত্বিক ও দার্শনিক ছিলেন।
* ১৮২৩ - [[হের্মান স্টাইন্‌টল]], [[জার্মানি|জার্মান]] ভাষাতাত্ত্বিক ও দার্শনিক।
* ১৮৩১ - বাংলার নাট্যোৎসাহী,শিল্প-কলা, মানব দরদী ব্যক্তিত্ব [[মহারাজা বাহাদুর স্যার যতীন্দ্রমোহন ঠাকুর ]](মৃ.১০/০১/১৯০৮)
* ১৮৩১ - বাংলার নাট্যোৎসাহী,শিল্প-কলা, মানব দরদী ব্যক্তিত্ব [[যতীন্দ্রমোহন ঠাকুর|মহারাজা বাহাদুর স্যার যতীন্দ্রমোহন ঠাকুর]](মৃ.১০/০১/১৯০৮)
* ১৮৩১ - টেলি প্রিন্টার ও মাইক্রোফোনের উদ্ভাবক [[ডেভিড এডওয়ার্ড হিউজ]] জন্মগ্রহণ করেন।
* ১৮৩১ - [[ডেভিড এডওয়ার্ড হিউজ]], টেলি প্রিন্টার ও মাইক্রোফোনের উদ্ভাবক।
* ১৮৮৩ - [[জালাল বায়ার]], একজন তুর্কি রাজনীতিবিদ ও তুরস্কের ৩য় রাষ্ট্রপতি। (মৃ. ১৯৮৬)
* ১৮৮৩ - [[জালাল বায়ার]], একজন তুর্কি রাজনীতিবিদ ও তুরস্কের ৩য় রাষ্ট্রপতি। (মৃ. ১৯৮৬)
* [[১৮৯৮]] - [[কেনজি মিজোগুচি]], জাপানী চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার। (মৃ. ১৯৫৬)
* [[১৮৯৮]] - [[কেনজি মিজোগুচি]], জাপানী চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার। (মৃ. ১৯৫৬)
* ১৯০৫ - [[হেনরি ফন্ডা]], আমেরিকান অভিনেতা। (মৃ. ১৯৮২)
* ১৯০৫ - [[হেনরি ফন্ডা]], আমেরিকান অভিনেতা। (মৃ. ১৯৮২)
* ১৯০৬ - [[আর্নি ম্যাককরমিক]], অস্ট্রেলিয়ান ক্রিকেটার। (মৃ. ১৯৯১)
* ১৯০৬ - [[আর্নি ম্যাককরমিক]], অস্ট্রেলিয়ান ক্রিকেটার। (মৃ. ১৯৯১)
* ১৯১৬ - [[বিকাশ রায়]], প্রখ্যাত [[ভারতীয় বাঙালি]] চলচ্চিত্রাভিনেতা। (মৃ.[[১৯৮৭]])
* ১৯১৮ - মেক্সিকান কথাসাহিত্যিক হুয়ান রুলফোর জন্ম।
* ১৯১৮ - হুয়ান রুলফোর, মেক্সিকান কথাসাহিত্যিক।
* ১৯২৩ - [[ভিক্টোরিয়া ফ্রমকিন]], আমেরিকান ভাষাবিদ যিনি ইউসিএলএ-তে অধ্যাপনা করতেন। (মৃ. ২০০০)
* ১৯২৩ - [[ভিক্টোরিয়া ফ্রমকিন]], আমেরিকান ভাষাবিদ, ইউসিএলএ- অধ্যাপক। (মৃ. ২০০০)
* ১৯২৩ - [[মার্টন মিলার]], আমেরিকান অর্থনীতিবিদ।। (মৃ. ২০০০)
* ১৯২৩ - [[মার্টন মিলার]], আমেরিকান অর্থনীতিবিদ।। (মৃ. ২০০০)
* ১৯৩৮ - [[আইভান এডওয়ার্ড সাদারল্যান্ড]], মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।
* ১৯৩৮ - [[আইভান এডওয়ার্ড সাদারল্যান্ড]], মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।
* ১৯৫০ - ইয়োহান গেয়র্গ বেডনৎর্স, নোবেলজয়ী জার্মান বিজ্ঞানী।
* ১৯৫০ - নোবেলজয়ী (১৯৮৭) জার্মান বিজ্ঞানী ইয়োহান গেয়র্গ বেডনৎর্সের জন্ম।
* ১৯৫৩ - [[পিয়ার্স ব্রসনান]], আইরিশ চলচ্চিত্র অভিনেতা, নিমার্তা ও পরিবেশবাদী।
* ১৯৫৩ - [[পিয়ার্স ব্রসনান]], আইরিশ চলচ্চিত্র অভিনেতা, নিমার্তা ও পরিবেশবাদী।
* ১৯৭০ - [[গ্যাব্রিয়েলা সাবাতিনি]], আর্জেন্টিনার টেনিস খেলোয়াড়।
* ১৯৭০ - [[গ্যাব্রিয়েলা সাবাতিনি]], আর্জেন্টিনার টেনিস খেলোয়াড়।
৪৯ নং লাইন: ৫০ নং লাইন:
* ১৮৩০ - [[জোসেফ ফুরিয়ে]], প্রখ্যাত [[ফ্রান্স|ফরাসি]] গণিতবিদ।
* ১৮৩০ - [[জোসেফ ফুরিয়ে]], প্রখ্যাত [[ফ্রান্স|ফরাসি]] গণিতবিদ।
* ১৯২৬ - [[ষষ্ঠ মুহাম্মদ]], উসমানীয় খলিফা এবং সর্বশেষ উসমানীয় সুলতান।
* ১৯২৬ - [[ষষ্ঠ মুহাম্মদ]], উসমানীয় খলিফা এবং সর্বশেষ উসমানীয় সুলতান।
* ১৯৪৭ - [[ফ্রেডরিখ গোল্যান্ড হপকিন্স]], ইংরেজ প্রাণরসায়নবিদ এবং চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।(জ. ১৮৬১)
* ১৯৪৭ - [[ফ্রেডরিখ গোল্যান্ড হপকিন্স]], ইংরেজ প্রাণরসায়নবিদ এবং [[চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার]] বিজয়ী।(জ. ১৮৬১)
* ১৯৫৪ - প্রখ্যাত নৈয়ায়িক [[চন্ডীদাস ন্যায়-তর্কতীর্থ]], মহামহোপাধ্যায়।(জ.[[১৮৬৫]]
* ১৯৬৫ - প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও সম্পাদক [[কেদারনাথ চট্টোপাধ্যায়]]।(জ.[[১৮৯১]])
* ১৯৬৫ - প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও সম্পাদক [[কেদারনাথ চট্টোপাধ্যায়]]।(জ.[[১৮৯১]])
* ১৯৭৭ - মালির প্রথম প্রেসিডেন্ট মোদিবো কেইটা মৃত্যুবরণ করেন।
* ১৯৭৭ - মালির প্রথম প্রেসিডেন্ট মোদিবো কেইটা।
* ১৯৯৪ - [[ফণী মজুমদার]], ভারতের অগ্রণী চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার।(জ.২৮/১২/১৯১১)
* ১৯৯৪ - [[ফণী মজুমদার]], ভারতের অগ্রণী চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার।(জ.২৮/১২/১৯১১)
* ২০১৩ - [[হাইনরিশ রোরার]], সুইজারল্যান্ডের নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী। (জ. ১৯৩৩)
* ২০১৩ - [[হাইনরিশ রোরার]], সুইজারল্যান্ডের নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী। (জ. ১৯৩৩)
* ২০২০ - [[আজাদ রহমান]], বাংলাদেশের বরেণ্য সংগীতজ্ঞ ও সংগিত পরিচালক। (জ. ১৯৪৪)
* ২০২০ - [[আজাদ রহমান]], বাংলাদেশের বরেণ্য সংগীতজ্ঞ ও সংগীত পরিচালক। (জ. ১৯৪৪)
* ২০২১ - [[অঞ্জন বন্দ্যোপাধ্যায়]], প্রখ্যাত বাঙালি সাংবাদিক।


== ছুটি ও অন্যান্য ==
== ছুটি ও অন্যান্য ==
* [[আন্তর্জাতিক আলো দিবস]]।
* ফারাক্কা লং মার্চ দিবস৷
* ফারাক্কা লং মার্চ দিবস৷



০৩:০৯, ১৭ মে ২০২৪ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  

১৬ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৩৬তম (অধিবর্ষে ১৩৭তম) দিন। বছর শেষ হতে আরো ২২৯ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

[সম্পাদনা]
  • ১৫০২ - ক্রিস্টোফার কলম্বাস দক্ষিণ আমেরিকার দেশ ট্রুজিল্লোতে প্রথম পা রাখেন এবং ঐ এলাকার নাম রাখে হন্ডুরাস।
  • ১৫৩২ - ইংল্যান্ডের লর্ড চ্যানসেলর পদ থেকে স্যার টমাস মুর পদত্যাগ করেন।
  • ১৮২২ - গ্রিসের স্বাধীনতা যুদ্ধে তুরষ্ক গৃসের সৌলি শহর দখল করে নেয়।
  • ১৮৭৪ - মিল নদীর ভয়াবহ বন্যায় ম্যাসাচুসেটসের ৪টি গ্রাম বিধ্বস্ত হয়ে যায় এবং প্রায় ১৩৯ জনের প্রাণহানি ঘটে।
  • ১৮৮১ - বার্লিনের কাছে বিশ্বের প্রথম বৈদ্যুতিক ট্রাম সার্ভিস চালু হয়।
  • ১৮৯০ - ব্রাহ্ম মহিলা সমাজের উদ্যোগে কলকাতায় ব্রাক্ষবালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
  • ১৯১৬ - উসমানীয় সাম্রাজ্যের ভাগাভাগি নিয়ে যুক্তরাজ্যফ্রান্সের মধ্যে গোপন সাইকস-পিকট চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯২০ - ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধের বীর নারী জোয়ান ডি আর্ক-কে রোমে পোপ পঞ্চদশ বেনেডিক্ট ক্যানোনাইজের মাধ্যমে সেইন্ট হিসেবে ভূষিত করেন।
  • ১৯২৯ - হলিউডে প্রথম চলচ্চিত্রে একাডেমি পুরস্কার বা অস্কার পুরস্কার চালু হয়।
  • ১৯৩২ - জাপানের প্রধানমন্ত্রী তসুশি ইনুকাই টোকিওতে আততায়ীর হাতে নিহত।
  • ১৯৪৫ - জার্মান নাৎসি বাহিনী অবলুপ্ত ঘোষণা করা হয়।
  • ১৯৪৬ - ব্রিটিশ কেবিনেট মিশনে ভারত বিভক্তির প্রস্তাব।
  • ১৯৬১ - জেনারেল পার্ক চুংহির নেতৃত্বে দ. কোরিয়ার সামরিক অভ্যুত্থান।
  • ১৯৬৯ - সোভিয়েত নভোযান ভেনাস-৫ শুক্রপৃষ্ঠে অবতরণ করে।
  • ১৯৭৪ - বাংলাদেশ-ভারত যুক্ত ঘোষণা স্বাক্ষর। বেরুবাড়ি ভারতের এবং দহগ্রাম, আসালং লাঠিটিলা ও পাথুরিয়া বাংলাদেশের অন্তর্ভুক্ত।
  • ১৯৭৪ - জোসিপ টিটো দ্বিতীয়বারের মতো সমাজতান্ত্রিত যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। এবার তিনি আজীবনের জন্য ম্যান্ডেট পান।
  • ১৯৭৫ - সিকিম ভারতের ২২তম রাজ্য হিসাবে ভারতে অন্তর্ভুক্ত হয়।
  • ১৯৭৬ - মাওলানা হামিদ খান ভাসানী ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে ঐতিহাসিক লং মার্চে নেতৃত্ব দেন।
  • ১৯৮৬ - সৌরজতের অভ্যন্তরভাগে শেষবারের মত দেখা যায় হ্যালির ধূমকেতু।
  • ১৯৯১ - ইরানের প্রেসিডেন্ট খাতামির সৌদি সফর। ২০ বছরের মধ্যে এই প্রথম কোনো ইরানি প্রেসিডেন্টের সৌদি সফর।
  • ২০০৭ - নিকোলাই সারকোজি ফ্রান্সের প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন।

মৃত্যু

[সম্পাদনা]

ছুটি ও অন্যান্য

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]