প্রজাপতি দক্ষ
প্রজাপতি দক্ষ | |
---|---|
রাজন্বর্গের দেবতা | |
দেবনাগরী | दक्ष (দক্ষ) |
ব্যক্তিগত তথ্য | |
মাতাপিতা | ব্রহ্মা |
সহোদর | চতুর্কুমার এবং নারদ |
সঙ্গী | প্রসূতি পাঞ্চজনী |
সন্তান | দিতি, অদিতি, সতী, রতি সহ একাধিক |
হিন্দু পুরাণ অনুসারে দক্ষ (সংস্কৃত: दक्ष, আইএএসটি: Dakṣa) বা প্রজাপতি দক্ষ হলেন ব্রহ্মার পুত্র। আক্ষরিকভাবে দক্ষ শব্দের অর্থ পারদর্শী, কর্মসমর্থ বা সজ্জন৷[১] পদ্মযোনি ব্রহ্মা তাঁর দশ মানসপুত্র। মানসপুত্রের সৃষ্টির পর নিজের ডান বৃৃদ্ধাঙ্গুষ্ঠ, বক্ষস্থল, হৃদয় এবং ভ্রূ থেকে যথাক্রমে সৃষ্টি করলেন দক্ষ, ধর্মঠাকুর, কামদেব এবং অগ্নিদেবকে সৃষ্টি করলেন৷[২] বিভিন্ন শিল্পকর্মে দক্ষরাজাকে বৃৃহদাকৃতি স্থূলকায়, ভুঁড়িযুক্ত, ছাগ বা মেষের আকৃতির এবং মাথায় দিব্য শিংযুক্ত বলে বর্ণনা করা হয়েছে৷
কন্যাদিগের নাম
[সম্পাদনা]বিষ্ণুপুরাণ এবং পদ্মপুরাণ অনুসারে রাজা দক্ষ ও তার প্রথমা পত্নী প্রসূতির ২৪ কন্যা জন্মলাভ করে৷ তাদের নাম হলো:
- শ্রদ্ধা
- ভক্তি
- ধৃৃৃতি
- তুষ্টি
- পুষ্টি
- মেধা
- ক্রিয়া
- বুদ্ধি
- লজ্জা গৌরী
- বপু
- শান্তি
- সিদ্ধিকা
- কীর্ত্তি
- খ্যাতি
- সতী
- সম্ভূতি
- স্মৃতি
- প্রীতি
- ক্ষমা
- সন্নতি
- অনসূয়া
- ঊর্জ্জা
- স্বাহা
- স্বধা [৩]
এদের মধ্যে যে ১৩ জন বিবাহ করেন ধর্মঠাকুরকে, তারা হলেন:
- শ্রদ্ধা
- ভক্তা
- ধৃতি
- তুষ্টি
- পুষ্টি
- মেধা
- ক্রিয়া
- বুদ্ধি
- লজ্জা
- বপু
- শান্তি
- সিদ্ধি
- কীর্ত্তি
অন্য ১১জন বিবাহ করেন যথাক্রমে
- খ্যাতি বিবাহ করেন ঋষি ভৃগুর সহিত
- সতী বিবাহ করেন শিবকে
- সম্ভূতি বিবাহ করেন ঋষি মরীচির সহিত
- স্মৃৃতি বিবাহ করেন অঙ্গিরাকে
- প্রীতি বিবাহ করেন পুলস্ত্যকে
- ক্ষমা বিবাহ করেন পুলহকে
- সন্নতি বিবাহ করেন ক্রতুকে
- অনসূয়া বিবাহ করেন অত্রিকে
- ঊর্জ্জা বিবাহ করেন বশিষ্ঠকে
- স্বাহা বিবাহ করেন অগ্নিদেবকে
- স্বধা বিবাহ করেন পিতৃগণকে[৪]
মৎস্যপুরাণ অনুসারে রাজা দক্ষ ও তার প্রথমা পত্নী পাঞ্চজনী (বিরানী)-র ৬২ কন্যাসন্তান জন্মলাভ করে৷ তাদের মধ্যে:
- দশজন কন্যা বিবাহ করেন ধর্ম দেবতাকে
- তেরোজন কন্যা বিবাহ করেন কশ্যপ মুনিকে
- সাতাশজন কন্যা বিবাহ করেন চন্দ্রদেবকে
- চারজন কন্যা বিবাহ করেন অরিষ্টনেমীকে
- একজন কন্যা রতি বিবাহ করেন কামদেবকে
- একজন কন্যা বিবাহ করেন শিবকে
- দুজন কন্যা বিবাহ করেন মহর্ষি ভৃৃৃৃগুপুত্র শুক্রকে
- দুজন কন্যা মহর্ষি অঙ্গিরাকে বিবাহ করেন
- দুজন কন্যা জয়া ও বিজয়া মহর্ষি কৃশস্বকে বিবাহ করেন[৫][৬]
পদ্মপুরাণ অনুসারে প্রজাপতি দক্ষ এরপরেও যখন কন্যাসন্তানের ঘাটতি অনুভব করেন তখন তিনি আরো ৬০ জন কন্যা গ্রহণের সিদ্ধান্ত নেন৷ তাদের মধ্যে সতীদেবী শিবকে বিবাহ করেন৷ [৭]
যে দশজন কন্যা ধর্মদেবতাকে বিবাহ করেন তারা হলেন:
যে তেরোজন কন্যা ঋষি কশ্যপকে বিবাহ করেন তারা হলেন:
যে সাতাশজন কন্যা চন্দ্রদেবকে বিবাহ করেন তারা হলেন:
- অশ্বিনী,
- ভরণী,
- কৃত্তিকা,
- রোহিণী,
- মৃগশিরা,
- আর্দ্রা,
- পুনর্বসু,
- পুষ্যা,
- অশ্লেষা,
- মঘা,
- পূর্বফাল্গুনী,
- উত্তরফাল্গুনী,
- হস্তা,
- চিত্রা,
- স্বাতী,
- বিশাখা,
- অনুরাধা
- জ্যেষ্ঠা,
- মূলা,
- পূর্বাষাঢ়া,
- উত্তরাষাঢ়া,
- শ্রবণা,
- ধনিষ্ঠা,
- শতভিষা,
- পূর্ব ভাদ্রপদ,
- উত্তর ভাদ্রপদ,
- রেবতী. (চন্দ্রদেবের অন্যান্য সকল পত্নীদের মধ্যে রেবতী সর্বাধিক প্রিয়া ছিলেন)
এই সাতাশজন চন্দ্রপত্নীরা হলেন ২৭টি নক্ষত্র৷
শিব ও সতীর উপাখ্যান
[সম্পাদনা]দক্ষরাজার সর্বকনিষ্ট কন্যা দাক্ষায়নী সতীদেবী শিবকে বিবাহ করার ইচ্ছা প্রকাশ করলে দক্ষ তাকে এই ইচ্ছা অপূর্ণ থাকার কথা বলে৷ কিন্তু সতী এই বারন অগ্রাহ্য করে শিবের আরাধনা করেন ও তাঁকে লাভ করেন৷
দক্ষ যজ্ঞ
[সম্পাদনা]হিন্দুধর্মে সংসার সৃষ্টিকালে ও একাধিক সম্প্রদায় ভাগের সময়ে দক্ষযজ্ঞ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ৷ এটি স্তলপুরাণে শক্তিপীঠ তৈরীর কাহিনী৷ দক্ষিণপূর্ব এশিয়া জুড়ে ৫১টি (মতান্তরে ১০৮টি) শক্তিপীঠ রয়েছে৷ গল্পানুসারে দেবী সতী দেবী পার্বতী এবং তাঁর দুই পুত্র কার্তিক ও গণেশের ঘটনা বর্ণিত রয়েছে৷
একদা রাজা দক্ষ একটি যজ্ঞের আয়োজন করেন কিন্তু পরিকল্পনা করে তিনি শিব ও সতীকে আমন্ত্রন জানান না৷ নিজের পিত্রালয়ে অপমানিত হয়ে সতীদেবী শিবের বারণ অমান্য করে যজ্ঞস্থলে উপস্থিত হন৷ দক্ষরাজা তাঁকে তিরোষ্কৃত করেন এবং অতিথিদের সম্মুখেই তাঁকে অপমানিত করেন৷ পিতা দক্ষের অপমান সহ্য করতে না পেরে তিনি যজ্ঞের আগুনে আত্মবিসর্জন করেন৷ খবর শুনে শিব এবং তার সঙ্গীগণ দক্ষিণগামী হয়ে যজ্ঞশালা ও যজ্ঞবেদী তছনছ করেন৷ তারা যজ্ঞগুরু ভৃগুর দাড়ি ছিঁড়ে নিজেদের জয় সূচিত করেন৷
শিব যজ্ঞস্থলে উত্তীর্ণ হয়ে ক্রোধে ত্রিশূল দিয়ে দক্ষের মাথা ছিন্ন করেন৷ পরে ঘটনাপ্রবাহে তিনি তাঁকে সমস্ত ঘটনার জন্য ক্ষমা করে দেন৷ ছিন্ন মাথার স্থলে তিনি একটি ছাগমুণ্ড স্থাপন করেন এবং অতিথিবৃৃন্দের উপস্থিতিতে বাকী যজ্ঞ সম্পূর্ণ করার অনুমতি দেন৷
দেহত্যাগের পর পরিত্যক্ত অর্ধদগ্ধ সতীর দেহ শূলে নিয়ে শিব যত্রতত্র তাণ্ডব শুরু করেন৷ এমতাবস্থায় শিবসখা বিষ্ণু তাঁকে শান্ত করার চেষ্টা করেন কিন্তু তাতেও কোনো সমাধান না হলে তিনি অন্য পরিকল্পনা করেন৷ শিবের অজান্তে বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা সতীদেহ ছিন্ন করেন৷ ছিন্ন সতীদেহখণ্ড শিবের যাত্রাপথের বিভিন্ন স্থলে পড়ে শিলায়িত হয়ে যায়৷ যেই স্থানে সতীর দেহখণ্ড পতিত হয়, সেই স্থান পরবর্তীকালে সতীপীঠ নামে খ্যাত হয়৷ পরবর্তীকালে দেবী সতী গিরিরাজ হিমালয়ের গৃহে পার্বতী রূপে জন্মগ্রহণ করেন ও পুনরায় মহাদেবকে বিবাহ করেন। দেবী সতী ও দেবী পার্বতী আদ্যাশক্তি মহামায়া দুর্গার শিবের স্ত্রী রূপে প্রথম ও দ্বিতীয় অবতার। [১১][১২]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Monier-Williams Sanskrit-English Dictionary
- ↑ The Matsya Puranam P-I (B.D. Basu) English Translation Ch #3, Page 10
- ↑ Vishnu Purana, Vol-I, H.H. Willson. Book-I,Ch-#7, Page 109
- ↑ Vishnu Purana, Vol-I, H.H. Willson. Book-I,Ch-#7, Page 109-11
- ↑ ক খ The Matsya Puranam P-I (B.D. Basu) English Translation Ch #5, Page 17
- ↑ Matsya Purana (Sanskrit) Ch #5, Sloka 10-12
- ↑ Wilkins, W.J. (২০০৩)। Hindu Mythology। New Delhi: D.K. Printworld (P) Limited। পৃষ্ঠা 373। আইএসবিএন 81-246-0234-4।
- ↑ Matsya Purana (Sanskrit) Ch #5, Sloka 15-16
- ↑ The Matsya Puranam P-I (B.D. Basu) English Translation Ch #5, Page 18
- ↑ Matsya Purana (Sanskrit) Ch #6, Sloka 1-2
- ↑ the Horse-sacrifice of the Prajapati Daksha The Mahabharata translated by Kisari Mohan Ganguli (1883–1896), Book 12: Santi Parva: Mokshadharma Parva: Section CCLXXXIV. p. 317. “I am known by the name of Virabhadra’’ and I have sprung from the wrath of Rudra. This lady (who is my companion), and who is called Bhadrakali, hath sprung from the wrath of the goddess.”
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২০।