(Translated by https://www.hiragana.jp/)
ইবারাকি প্রশাসনিক অঞ্চল - উইকিপিডিয়া বিষয়বস্তুতে চলুন

ইবারাকি প্রশাসনিক অঞ্চল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Ibaraki Prefecture থেকে পুনর্নির্দেশিত)
ইবারাকি প্রশাসনিক অঞ্চল
茨城いばらきけん
প্রশাসনিক অঞ্চল
জাপানি প্রতিলিপি
 • জাপানি茨城いばらきけん
 • রোমাজিIbaraki-ken
ইবারাকি প্রশাসনিক অঞ্চল পতাকা
পতাকা
ইবারাকি প্রশাসনিক অঞ্চল অবস্থান
দেশজাপান
অঞ্চলকান্তোও
দ্বীপহোনশু
রাজধানীমিতো
আয়তন
 • মোট৬,০৯৫.৫৮ বর্গকিমি (২,৩৫৩.৫২ বর্গমাইল)
এলাকার ক্রম২৩শ
জনসংখ্যা (সেপ্টেম্বর ১, ২০১০)
 • মোট২৯,৬৪,১৪১
 • ক্রম১১শ
 • জনঘনত্ব৪৮৬.২৮/বর্গকিমি (১,২৫৯.৫/বর্গমাইল)
আইএসও ৩১৬৬ কোডJP-08
জেলা
পৌরসভা৪৪
ফুলগোলাপ (রোসা)
গাছউমে গাছ (প্রুনাস মুমে)
পাখিইউরেশীয় স্কাইলার্ক (অ্যালাউডা আর্ভেন্সিস)
ওয়েবসাইটwww.pref.ibaraki.jp

ইবারাকি প্রশাসনিক অঞ্চল (茨城いばらきけん? ইবারাকি কেন্‌) হল জাপানের মূল দ্বীপ হোনশুর কান্তোও অঞ্চলে অবস্থিত একটি প্রশাসনিক অঞ্চল[] এর রাজধানী মিতো নগর।[]

ইতিহাস

[সম্পাদনা]

আগ্নেয়গিরির ছাই থেকে প্রাপ্ত নিদর্শন বিশ্লেষণ করে অনুমান করা হয় অধুনা ইবারাকি অঞ্চলে প্রায় ২৪,০০০ বছর আগে থেকে মানুষের বাস ছিল। খননকার্যের ফলে পাথরের ছুরি ও অন্যান্য যন্ত্রাংশ উদ্ধার করা গেছে, এবং আগুনের ব্যবহারের চিহ্নও আবিষ্কৃত হয়েছে। এই প্রাগৈতিহাসিক সংস্কৃতি উত্তরে সাখালিন দ্বীপ, হোক্কাইদোতোওহোকু অঞ্চল এবং দক্ষিণে কিউশু ও পশ্চিম জাপান থেকে এখানে সঞ্চারিত হয়েছিল। হিতাচিনাকার উশিরোনো-বি ক্ষেত্র থেকে অধিকাংশ নিদর্শন উদ্ধার করা হয়েছে।[]

১৮৬৮ খ্রিঃ ও তার পরবর্তীকালে মেইজি পুনর্গঠনের আগে পর্যন্ত ইবারাকি অঞ্চলটির শাসনভার মিতো পরিবার ও আরও ১৭ টি অভিজাত পরিবারের মধ্যে বিভক্ত ছিল। দীর্ঘ সময় ধরে এই সমস্ত গোষ্ঠীর দ্বন্দ্বে অঞ্চলটির মানচিত্রের বহু পরিবর্তন ঘটেছে। মেইজি পুনর্গঠনের সময়ও অঞ্চলটিতে একাধিক প্রাথমিক ক্ষুদ্র ক্ষুদ্র প্রশাসনিক অঞ্চল ছিল। ১৮৭১ খ্রিঃ জুলাই মাসে পূর্বতন প্রদেশগুলির অনুসারী প্রশাসনিক অঞ্চলব্যবস্থার পুনর্বিন্যাস হয় এবং ১৮৭৫ খ্রিঃ পর্যন্ত পার্শ্ববর্তী ইন্‌বা ও শিঞ্জি প্রশাসনিক অঞ্চল ইবারাকির সাথে যুক্ত হয়। কিছু অঞ্চলকে চিবা প্রশাসনিক অঞ্চলের সাথে জোড়া হয়। বর্তমানে তোনে নদীকে ইবারাকির দক্ষিণ সীমা স্থির করা হয়েছে।

ভূগোল

[সম্পাদনা]

ইবারাকি প্রশাসনিক অঞ্চল হল কান্তোও অঞ্চলের উত্তর-পূর্ব অংশ। এর বিস্তার পশ্চিমে তোচিগি প্রশাসনিক অঞ্চল থেকে পূর্বে প্রশান্ত মহাসাগর অবধি; উত্তরে ফুকুশিমা, দক্ষিণে চিবা ও দক্ষিণ-পশ্চিমে রয়েছে সাইতামা প্রশাসনিক অঞ্চল। ইবারাকির উতর অংশ পর্বতময় হলেও অবশিষ্টাংশ সমতল ও বহু হ্রদ বিশিষ্ট।

২০১২ এর এপ্রিলের হিসেব অনুযায়ী ইবারাকি প্রশাসনিক অঞ্চলের মোট ভূমির ১৫ শতাংশ সংরক্ষিত বনাঞ্চল। এর মধ্যে আছে সুইগো-ৎসুকুবা উপ-জাতীয় উদ্যান এবং নয়টি প্রশাসনিক আঞ্চলিক উদ্যান।[]

অর্থনীতি

[সম্পাদনা]

ইবারাকির অর্থনীতির চালিকাশক্তি হল শক্তি উৎপাদন, বিশেষত পারমাণবিক বিদ্যুৎ। এছাড়া রাসায়নিক ও সূক্ষ্ম যন্ত্রাংশ প্রস্তুতিও গুরুত্বপূর্ণ। বিখ্যাত হিতাচি কোম্পানির জন্মস্থান ইবারাকি প্রশাসনিক অঞ্চলের হিতাচি নগর।

২০১১ এর মার্চের হিসেব অনুযায়ী ইবারাকি জাপানের গোলমরিচ ও চীনা বাঁধাকপির ২৫ শতাংশ উৎপাদন করে।[]

সংস্কৃতি

[সম্পাদনা]

ইবারাকির বাসিন্দা উয়েশিবা মোরিহেই মার্শাল আর্ট আইকিদোর উদ্ভাবন করেন। জীবনের শেষভাগ তিনি ইওয়ামা শহরে অতিবাহিত করেন, এবং তার নির্মিত আইকি তীর্থ ও দোজো এখনও অটুট আছে।

মিতো, কাসামা, য়ুউকি ইত্যাদি নগর ও শহরে প্রচুর দুর্গের ধ্বংসাবশেষ আছে।

রাজধানী মিতো নগরে রয়েছে জাপানের তিনটি সর্বাধিক বিখ্যাত উদ্যানের মধ্যে অন্যতম কাইরাকু-এন্‌। এর অন্যতম বিশেষত্ব হল ১০০ এরও বেশি রকমের ৩০০০ এরও বেশি জাপানি বেরি বা উমে গাছ।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Nussbaum, Louis-Frédéric. (2005). "Ibaraki-ken" in গুগল বইয়ে Japan Encyclopedia, পৃ. 367,; "Kantō" in গুগল বইয়ে Japan Encyclopedia, পৃ. 479,.
  2. Nussbaum, "Mito" at গুগল বইয়ে Japan Encyclopedia, পৃ. 642,.
  3. かも志田しだ篤二とくじほしりゅうぞう文化ぶんかのあけぼのからへいうみ大地だいちひらく」 長谷川はせがわしんさん糸賀いとが茂男しげお今井いまい雅晴まさはる秋山あきやま高志たかし佐々木ささきひろし茨城いばらきけん歴史れきし山川やまかわ出版しゅっぱんしゃ 1997ねん6がつ 10 - 12ページ
  4. "General overview of area figures for Natural Parks by prefecture" (পিডিএফ)Ministry of the Environment। ১ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৩ 
  5. Schreiber, Mark, "Japan's food crisis goes beyond recent panic buying ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ এপ্রিল ২০১১ তারিখে", The Japan Times, 17 April 2011, p. 9.