(Translated by https://www.hiragana.jp/)
অতিভুজ - উইকিপিডিয়া বিষয়বস্তুতে চলুন

অতিভুজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ (ইংরেজি: Hypotenuse)। অতিভুজ সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু। এটির বর্গ অন্য দুটি বাহুর বর্গের সমষ্টির সমান, যেটি পিথাগোরাসের উপপাদ্য নামে পরিচিত।

অতিভুজের দৈর্ঘ্য পরিমাপ

[সম্পাদনা]
সমকোণী ত্রিভুজ এবং তার অতিভুজ, h, সেই সাথে অন্য দুই বাহু (Cathetus বা legs) c1c2

পিথাগোরাসের সূত্র কাজে লাগিয়ে বর্গমূল ফাংশন ব্যবহার করে অতিভুজের দৈর্ঘ্য গণনা করা হয়। যদি সমকোণী ত্রিভুজের একে অপরের সাথে লম্বভাবে অবস্থিত বাহু দুইটির দৈর্ঘ্য ab হয় এবং অতিভুজটির দৈর্ঘ্য c দ্বারা নির্দেশ করা হয়, তাহলে

অতিভুজের দৈর্ঘ্য কোসাইন সূত্রের সাহায্যেও বের করা সম্ভব। অতিভুজের বিপরীত কোণটি হল 90° এবং কোণটির কোসাইন মান হল 0:

অতিভূজ=লম্ব/sinθしーた আবার, অতিভূজ=ভূমি/cosθしーた

তথ্যসূত্র

[সম্পাদনা]