(Translated by https://www.hiragana.jp/)
মিথুন (তারকামণ্ডল) - উইকিপিডিয়া বিষয়বস্তুতে চলুন

মিথুন (তারকামণ্ডল)

স্থানাঙ্ক: আকাশের মানচিত্র ০৭ ০০মি ০০সে, +২০° ০০′ ০০″
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(মিথুন (তারামণ্ডল) থেকে পুনর্নির্দেশিত)
Gemini
তারামণ্ডল
সংক্ষিপ্ত রূপGem
জেনিটিভজেমিনোরাম
বিষুবাংশ৭ ঘণ্টা
বিষুবলম্ব২০°
আয়তন৫১৪ বর্গডিগ্রি (৩০তম)
প্রধান তারা৮, ১৭
বায়ার/ফ্ল্যামস্টিড
তারাসমূহ
৭৭
বহির্গ্রহবিশিষ্ট তারা
৩.০০m-এর অধিক
তারা উজ্জ্বল
১০.০০ pc (৩২.৬২ ly) মধ্যে তারা
উজ্জ্বলতম তারাPollux (βべーた Gem) (১.১m)
নিকটতম তারাPollux (βべーた Gem)
ly,  pc)
মেসিয়ার বস্তু
উল্কাবৃষ্টিজেমিনিড্‌স
রো জেমিনিড্‌স
সীমান্তবর্তী তারামণ্ডলবনমার্জার মণ্ডল
অরিগা মণ্ডল
বৃষ রাশি
কালপুরুষ মণ্ডল
একশৃঙ্গী মণ্ডল
শুনী মণ্ডল
কর্কট রাশি
+৯০° ও −৬০° অক্ষাংশের মাঝে দৃশ্যমান।
ফেব্রুয়ারি মাসে রাত ৯ টায় সবচেয়ে ভাল দেখায়।
জ্যোতিষ শাস্ত্রের আলোকে মিথুন রাশি সম্বন্ধে জানতে হলে দেখুন: মিথুন রাশি (জ্যোতিষ শাস্ত্র)

মিথুন রাশি (ইংরেজি: Gemini) আধুনিক ৮৮টি তারামণ্ডলের একটি এবং প্রাচীনকাল থেকে নির্ধারিত ১২টি রাশির একটি। মিথুন নামক এই তারার সমষ্টিটি অবশ্যই পৃথিবী থেকে যেভাবে দেখা যায় সেভাবে মানুষ কল্পনা করেছে। বাস্তবে এর তারাগুলো হয়তোবা অনেক দূরে দূরে অবস্থিত। এই তারামণ্ডলটি অরিগা মণ্ডলের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।

গভীর আকাশের বস্তুসমূহ[সম্পাদনা]

অরিগা মণ্ডলের দক্ষিণ-পূর্ব দিকে দুইটি বেশ উজ্জ্বল এবং বড় আকারের তারা দেখা যায়। দুটি তারার উজ্জ্বলতা প্রায় একই মনে হলেও প্রকৃতপক্ষে দক্ষিণের তারাটি একটু বেশি উজ্জ্বল। তারা দুটির মধ্যে ব্যবধান ৫°। সাধারণ এই তারাদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের কল্পনা করে আকাশের অন্যান্য তারার মধ্যবর্তী ব্যবধানের কল্পনা করা যায়। এই তারা দুইটিকে দুজন মানুষের মাথারুপে কল্পনা করা হয়। উত্তরে অবস্থিত তারার নাম ক্যাস্টর এবং দক্ষিণের তারাটির নাম পোলাক্‌স। উভয় তারার একত্র ভারতীয় নাম পুনর্বসু। এই উভয় তারা থেকেই পাঁচটি করে তারা এক সরলরেখায় অবস্থান করছে। তারাগুলোর মাধ্যমে কল্পিত সরলরেখাটি ছায়াপথের অভ্যন্তরভাগ পর্যন্ত চলে গিয়েছে। এই সরলরেখা দুইটি আবার প্রায় সমান্তরাল। উপরের দুটি তারা এবং তাদের থেকে প্রাপ্ত সরলরেখা দুটি মিলেই মিথুন রাশি। সরলরেখা দুটির মাধ্যমে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুজন মানুষের কল্পনা করা যায় বলেই এই রাশি তথা তারামণ্ডলের নাম হয়েছে মিথুন।

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]